2. হে ঈশ্বর, আমাকে দোষী কোরো না,কিন্তু আমার বিরুদ্ধে তোমার যে নালিশ আছে তা আমাকে জানাও।
3. আমাকে কষ্ট দিয়ে তোমার কি লাভ?তোমার হাতের কাজ কি তুমি পায়ে ঠেলছআর দুষ্টদের মতলবে খুশী হচছ?
4. তোমার চোখ কি মানুষের চোখের মত?মানুষ যেমন দেখে তুমিও কি তেমনি দেখ?
5. মানুষের মতই কি তোমার দিনগুলো কাটে?তাদের মতই কি তোমার বছরগুলো কাটে?
6. তুমি কি সেজন্যই আমার দোষ খুঁজে বেড়াচছআর আমার পাপের তদন্ত করছ?
7. তুমি তো জান আমি দোষী নইআর তোমার হাত থেকে উদ্ধারকারী কেউ নেই।