19. হায়, আমাকে যদি কখনও গড়া না হত,কিম্বা পেট থেকে সোজা কবরে নিয়ে যাওয়া হত!
20. আমার অল্প দিনের আয়ু প্রায় শেষ;এবার তুমি আমাকে ছেড়ে দাওযাতে আমি একটুক্ষণ আনন্দ করতে পারি।
21. আমি শীঘ্রই অন্ধকার ও ঘন ছায়ার দেশে যাব;আমি আর কখনও ফিরে আসব না।
22. সেটা ঘোর অন্ধকারের দেশ,ঘন ছায়া ও বিশৃঙ্খলার দেশ;সেখানে আলোও অন্ধকারের মত।”