ইয়োব 10:14-18 পবিত্র বাইবেল (SBCL)

14. যদি আমি পাপ করি, তুমি তা লক্ষ্য রাখবেআর আমার দোষের শাস্তি না দিয়ে তুমি ছাড়বে না।

15. যদি আমি দোষী হই তবে আমার উপর বিপদ আসবে।যদি আমি নির্দোষও হই তবুও আমি মাথা তুলতে পারব না,কারণ আমি লজ্জায় পূর্ণ হয়েছি আর কষ্টের মধ্যে ডুবে গেছি।

16. যদি আমি মাথা উঁচু করি তবে তুমি সিংহের মতআমার জন্য ওৎ পেতে থাকবেআর আমাকে আবার তোমার ভয়ংকর শক্তি দেখাবে।

17. আমার বিরুদ্ধে তুমি নতুন নতুন সাক্ষী দাঁড় করাচছআর আমার প্রতি তোমার বিরক্তি বাড়িয়ে তুলছ;তোমার আক্রমণ একটার পর একটা আমার বিরুদ্ধে আসছে।

18. “কেন তুমি মায়ের পেট থেকে আমাকে বের করে এনেছিলে?কোন চোখ আমাকে দেখবার আগে কেন আমি মরলাম না?

ইয়োব 10