ইষ্রা 5:6-7-11 পবিত্র বাইবেল (SBCL)

8. মহারাজ যেন জানতে পারেন যে, আমরা যিহূদা প্রদেশে মহান ঈশ্বরের ঘরে গিয়েছিলাম। লোকেরা বড় বড় পাথর দিয়ে ঘরটি তৈরী করছে এবং দেয়ালের উপরে বীম বসাচ্ছে। খুব যত্নের সংগে কাজটা করা হচ্ছে এবং তা সফলতার সংগে এগিয়ে যাচ্ছে।

9. বৃদ্ধ নেতাদের আমরা জিজ্ঞাসা করলাম, “উপাসনা-ঘরটি আবার তৈরী করবার জন্য কে তোমাদের আদেশ দিয়েছে?”

ইষ্রা 5