1. রাজা দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছরে নবী হগয় এবং ইদ্দোর বংশধর নবী সখরিয় ইস্রায়েলের ঈশ্বরের নামে যিহূদা ও যিরূশালেমের যিহূদীদের কাছে ঈশ্বরের দেওয়া কথা বলতে লাগলেন।
2. তখন শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল এবং যোষাদকের ছেলে যেশূয় যিরূশালেমে ঈশ্বরের ঘরটি আবার তৈরী করবার কাজে হাত দিলেন। ঈশ্বরের নবীরাও তাঁদের সংগে থেকে তাঁদের সাহায্য করতে লাগলেন।