লোকেরা এত চিৎকার করছিল যে, কোন্টা আনন্দের আর কোন্টা কান্নার শব্দ কেউ তা বুঝতে পারল না। অনেক দূর থেকে সেই শব্দ শোনা গিয়েছিল।