ইষ্রা 3:11 পবিত্র বাইবেল (SBCL)

সদাপ্রভুর গৌরব ও ধন্যবাদের গান গাইতে গাইতে তাঁরা গাইলেন,“তিনি মংগলময়,ইস্রায়েলের প্রতি তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”সদাপ্রভুর ঘরের ভিত্তি স্থাপন করা হয়েছে বলে সব লোকেরা খুব জোরে চিৎকার করে সদাপ্রভুর গৌরব করল।

ইষ্রা 3

ইষ্রা 3:1-13