42. উপাসনা-ঘরের রক্ষীদের সংখ্যা মোট একশো ঊনচল্লিশ জন। এরা হল শল্লুম, আটের, টল্মোন, অক্কূব, হটীটা ও শোবয়ের বংশের লোক।
43. উপাসনা-ঘরের সেবাকারীরা: এরা হল সীহ, হসূফা ও টব্বায়োতের বংশধরেরা;
44. কেরোস, সীয় ও পাদোনের বংশধরেরা;
45. লবানা, হগাব ও অক্কূবের বংশধরেরা;
46-48. হাগব, শম্লয় ও হাননের বংধরেরা; গিদ্দেল, গহর ও রায়ার বংশধরেরা; রৎসীন, নকোদ ও গসমের বংশধরেরা;
49. উষ, পাসেহ ও বেষয়ের বংশধরেরা;
50. অস্না, মিয়ূনীম ও নফূষীমের বংশধরেরা;
51. বক্বূক, হকূফা ও হর্হূরের বংশধরেরা;
52. বসলূত, মহীদা ও হর্শার বংশধরেরা;
53. বর্কোস, সীষরা ও তেমহের বংশধরেরা;