ইষ্রা 2:24-36 পবিত্র বাইবেল (SBCL)

24. অস্‌মাবতের লোক বিয়াল্লিশজন;

25. কিরিয়ৎ-আরীম, কফীরা ও বেরোতের লোক সাতশো তেতাল্লিশ জন;

26. রামা ও গেবার লোক ছ’শো একুশ জন;

27. মিক্‌মসের লোক একশো বাইশ জন;

28. বৈথেল এবং অয়ের লোক দ’ুশো তেইশ জন;

29-31. নবোর লোক বাহান্নজন; মগ্‌বীশের লোক একশো ছাপান্ন জন; অন্য এলমের লোক এক হাজার দু’শো চুয়ান্ন জন;

32. হারীমের লোক তিনশো বিশ জন;

33. লোদ, হাদীদ এবং ওনোর লোক সাতশো পঁচিশ জন;

34. যিরীহোর লোক তিনশো পঁয়তাল্লিশ জন;

35. সনায়ার লোক তিন হাজার ছ’শো ত্রিশ জন।

36. পুরোহিতদের সংখ্যা এই: যিদয়িয়ের বংশের যেশূয়ের বংশের লোকেরা ন’শো তিয়াত্তর জন;

ইষ্রা 2