1. বাবিলের রাজা নবূখদ্নিৎসর যে সব লোকদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই বন্দী অবস্থা থেকে যিরূশালেম ও যিহূদায় নিজের নিজের শহর ও গ্রামে ফিরে এসেছিল।
10-12. বানির ছ’শো বিয়াল্লিশ জন; বেবয়ের ছ’শো তেইশ জন; অস্গদের এক হাজার দু’শো বাইশ জন;
13. অদোনীকামের ছ’শো ছেষট্টি জন;
14. বিগ্বয়ের দু’হাজার ছাপান্ন জন;
15. আদীনের চারশো চুয়ান্ন জন;
16. যিহিষ্কিয়ের বংশধর আটেরের বংশের আটানব্বইজন;
17. বেৎসয়ের তিনশো তেইশ জন;
18. যোরাহের একশো বারো জন;
19-21. হশুমের দু’শো তেইশ জন; গিব্বরের পঁচানব্বইজন; বৈৎলেহম গ্রামের লোক একশো তেইশ জন;