8. যে কেউ তিন দিনের মধ্যে উপস্থিত হবে না, উঁচু পদের কর্মচারী ও বৃদ্ধ নেতাদের পরামর্শ অনুসারে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং বন্দীদশা থেকে ফিরে আসা লোকদের সমাজ থেকে তাকে বের করে দেওয়া হবে।
9. তিন দিনের মধ্যে যিহূদা ও বিন্যামীন এলাকার সমস্ত লোক যিরূশালেমে জড়ো হল। নবম মাসের বিশ দিনের দিন সমস্ত লোক ঈশ্বরের ঘরের সামনের চকে বসে সেই ব্যাপারের জন্য ও ভীষণ বৃষ্টির জন্য কাঁপছিল।
10. তখন পুরোহিত ইষ্রা উঠে দাঁড়িয়ে তাঁদের বললেন, “আপনারা অবিশ্বস্ত হয়েছেন, অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করে আপনারা ইস্রায়েলীয়দের পাপের সংগে আরও পাপ যোগ করেছেন।