ইষ্রা 10:31-44 পবিত্র বাইবেল (SBCL)

31. হারীমের বংশধরদের মধ্যে ইলিয়েষর, যিশিয়, মল্কিয়, শময়িয়, শিমিয়োন,

32. বিন্যামীন, মল্লূক ও শমরিয়।

33. হশূমের বংশধরদের মধ্যে মত্তনয়, মত্তত্ত, সাবদ, ইলীফেলট, যিরেময়, মনঃশি ও শিমিয়ি।

34. বানির বংশধরদের মধ্যে মাদয়, অম্রাম, ঊয়েল,

35-37. বনায়, বেদিয়া, কলূহূ, বনিয়, মরেমোৎ, ইলিয়াশীব, মত্তনিয়, মত্তনয়, যাসয়,

38-40. বানি, বিন্নূয়ী, শিমিয়ি, শেলিমিয়, নাথন, অদায়া, মকদ্‌বয়, শাশয়, শারয়,

41-43. অসরেল, শেলিমিয়, শমরিয়, শল্লুম, অমরিয় ও যোষেফ।নবোর বংশধরদের মধ্যে: যিয়ীয়েল, মত্তিথিয়, সাবদ, সবীনঃ, যাদয়, যোয়েল ও বনায়।

44. এরা সবাই অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করেছিল এবং কোন কোন স্ত্রীর গর্ভের ছেলেমেয়েও ছিল।

ইষ্রা 10