3. এখন আসুন, আমাদের ঈশ্বরের সামনে আমরা এই প্রতিজ্ঞা করি যে, আমার কর্তা আপনার পরামর্শ অনুসারে ও আমাদের ঈশ্বরের আদেশকে যাঁরা ভয় করেন তাঁদের পরামর্শ অনুসারে আমরা এই সমস্ত স্ত্রীদের ও তাদের ছেলেমেয়েদের ত্যাগ করব। আইন-কানুন অনুসারেই তা করা হোক।
4. আপনি উঠুন; এই বিষয় নিয়ে কাজ করা তো আপনারই দায়িত্ব। আমরা আপনাকে সাহায্য করব, কাজেই আপনি সাহসী হয়ে কাজ করুন।”
5. তখন ইষ্রা উঠলেন এবং সেই কথা অনুসারে কাজ করবার জন্য প্রধান পুরোহিতদের, লেবীয়দের ও সেখানে একত্র হওয়া ইস্রায়েলীয়দের শপথ করালেন। তারা সবাই শপথ করল।
6. তারপর ইষ্রা ঈশ্বরের ঘরের সামনে থেকে ইলীয়াশীবের ছেলে যিহোহাননের কামরায় গেলেন। তিনি সেখানে খাবার বা জল কিছুই খেলেন না, কারণ বন্দীদশা থেকে ফিরে আসা লোকদের অবিশ্বস্ততার জন্য তিনি শোক করছিলেন।
7. বন্দীদশা থেকে ফিরে আসা সমস্ত লোকেরা যাতে যিরূশালেমে এসে জড়ো হয় সেইজন্য যিহূদা ও যিরূশালেমের সব জায়গায় একটা ঘোষণা দেওয়া হল।
8. যে কেউ তিন দিনের মধ্যে উপস্থিত হবে না, উঁচু পদের কর্মচারী ও বৃদ্ধ নেতাদের পরামর্শ অনুসারে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং বন্দীদশা থেকে ফিরে আসা লোকদের সমাজ থেকে তাকে বের করে দেওয়া হবে।
9. তিন দিনের মধ্যে যিহূদা ও বিন্যামীন এলাকার সমস্ত লোক যিরূশালেমে জড়ো হল। নবম মাসের বিশ দিনের দিন সমস্ত লোক ঈশ্বরের ঘরের সামনের চকে বসে সেই ব্যাপারের জন্য ও ভীষণ বৃষ্টির জন্য কাঁপছিল।
35-37. বনায়, বেদিয়া, কলূহূ, বনিয়, মরেমোৎ, ইলিয়াশীব, মত্তনিয়, মত্তনয়, যাসয়,
38-40. বানি, বিন্নূয়ী, শিমিয়ি, শেলিমিয়, নাথন, অদায়া, মকদ্বয়, শাশয়, শারয়,
41-43. অসরেল, শেলিমিয়, শমরিয়, শল্লুম, অমরিয় ও যোষেফ।নবোর বংশধরদের মধ্যে: যিয়ীয়েল, মত্তিথিয়, সাবদ, সবীনঃ, যাদয়, যোয়েল ও বনায়।