ইষ্রা 10:23-34 পবিত্র বাইবেল (SBCL)

23. লেবীয়দের মধ্যে যোষাবদ, শিমিয়ি, কলায়, অর্থাৎ কলীট, পথাহিয়, যিহূদা ও ইলিয়েষর।

24. গায়কদের মধ্যে ইলীয়াশীব।রক্ষীদের মধ্যে শল্লুম, টেলম ও ঊরি।

25. অন্যান্য ইস্রায়েলীয়দের মধ্যে-পরিয়োশের বংশধরদের মধ্যে রমিয়, যিষিয়, মল্কিয়, মিয়ামীন, ইলিয়াসর, মল্কিয় ও বনায়।

26. এলমের বংশধরদের মধ্যে মত্তনিয়, সখরিয়, যিহীয়েল, অব্দি, যিরেমোৎ ও এলিয়।

27. সত্তূর বংশধরদের মধ্যে ইলিয়ৈনয়, ইলিয়াশীব, মত্তনিয়, যিরেমোৎ, সাবদ ও অসীসা।

28. বেবয়ের বংশধরদের মধ্যে যিহোহানন, হনানিয়, সব্বয় ও অৎলয়।

29. বানির বংশধরদের মধ্যে মশুল্লম, মল্লূক, অদায়া, যাশূব, শাল ও যিরমোৎ।

30. পহৎ-মোয়াবের বংশধরদের মধ্যে অদ্‌ন, কলাল, বনায়, মাসেয়, মত্তনিয়, বৎসলেল, বিন্নূয়ী ও মনঃশি।

31. হারীমের বংশধরদের মধ্যে ইলিয়েষর, যিশিয়, মল্কিয়, শময়িয়, শিমিয়োন,

32. বিন্যামীন, মল্লূক ও শমরিয়।

33. হশূমের বংশধরদের মধ্যে মত্তনয়, মত্তত্ত, সাবদ, ইলীফেলট, যিরেময়, মনঃশি ও শিমিয়ি।

34. বানির বংশধরদের মধ্যে মাদয়, অম্রাম, ঊয়েল,

ইষ্রা 10