কিন্তু তিনি যীশুকে মহাপুরোহিত করবার সময় শপথ করেছিলেন। পবিত্র শাস্ত্রে এই সম্বন্ধে লেখা আছে,প্রভু শপথ করেছেন,“তুমি চিরকালের জন্য পুরোহিত।”এই বিষয়ে তিনি তাঁর মন বদলাবেন না।