ইব্রীয় 2:13-15 পবিত্র বাইবেল (SBCL)

13. যীশু আবার বলছেন,“আমি ঈশ্বরের উপরে নির্ভর করব।”আর এক জায়গায় তিনি বলছেন,“এই দেখ, আমি এবং সেই সন্তানেরা যাদের ঈশ্বর আমাকে দিয়েছেন।”

14. সেই সন্তানেরা হল রক্তমাংসের মানুষ। সেইজন্য যীশু নিজেও রক্তমাংসের মানুষ হলেন, যাতে মৃত্যুর ক্ষমতা যার হাতে আছে সেই শয়তানকে তিনি নিজের মৃত্যুর মধ্য দিয়ে শক্তিহীন করেন,

15. আর মৃত্যুর ভয়ে যারা সারা জীবন দাসের মত কাটিয়েছে তাদের মুক্ত করেন।

ইব্রীয় 2