ইব্রীয় 13:5-7 পবিত্র বাইবেল (SBCL)

5. টাকা-পয়সার লোভ থেকে নিজেদের দূরে রেখো। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো। ঈশ্বর বলেছেন, “আমি কখনও তোমাকে ছেড়ে যাব না বা কখনও তোমাকে ত্যাগ করব না।”

6. এইজন্য আমরা সাহস করে বলতে পারি,প্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না;মানুষ আমার কি করতে পারে?

7. যাঁরা তোমাদের কাছে ঈশ্বরের বাক্য বলতেন তোমাদের সেই নেতাদের কথা মনে রেখো। তাঁদের জীবনের শেষ ফলের কথা ভাল করে চিন্তা কোরো এবং তাঁদের মত করে তোমরাও বিশ্বাস কোরো।

ইব্রীয় 13