ইব্রীয় 13:23-25 পবিত্র বাইবেল (SBCL)

23. আমি তোমাদের জানাতে চাই যে, আমাদের ভাই তীমথিয় খালাস পেয়েছেন। তিনি যদি শীঘ্র আসেন তবে তাঁকে সংগে করে তোমাদের দেখতে আসব।

24. তোমাদের সব নেতাদের ও ঈশ্বরের লোকদের আমাদের শুভেচ্ছা জানায়ো। ইটালী দেশের ঈশ্বরের লোকেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।

25. তোমাদের সকলের উপরে ঈশ্বরের দয়া থাকুক।

ইব্রীয় 13