ঈশ্বর তাঁর সন্তান হিসাবে তোমাদের উৎসাহ দিয়ে যে কথা বলেছেন তা তোমরা ভুলে গেছ। তিনি বলেছেন,ছেলে আমার, প্রভুর শাসনকে তুচ্ছ কোরো না,আর তিনি যখন বকুনি দেনতখন নিরাশ হোয়ো না;