ইব্রীয় 10:3-6 পবিত্র বাইবেল (SBCL)

3. কিন্তু এই পশু-উৎসর্গগুলো প্রত্যেক বছরই নিজেদের পাপের কথা তাদের মনে করিয়ে দেয়,

4. কারণ ষাঁড় ও ছাগলের রক্ত কখনই পাপ দূর করতে পারে না।

5. সেইজন্য খ্রীষ্ট এই জগতে আসবার সময় ঈশ্বরকে বলেছিলেন,“পশু ও অন্যান্য উৎসর্গ তুমি চাও না,কিন্তু আমার জন্য একটা দেহ তুমি তৈরী করেছ।

6. পোড়ানো উৎসর্গে এবং পাপের জন্য উৎসর্গেতুমি সন্তুষ্ট হও নি।

ইব্রীয় 10