ইব্রীয় 1:11-14 পবিত্র বাইবেল (SBCL)

11. সেগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি চিরকাল থাকবে।কাপড়ের মতই সেগুলো পুরানো হয়ে যাবে।

12. সেগুলোকে তুমি কাপড়ের মতই গুটিয়ে রাখবে,আর কাপড়ের মত সেগুলোকে বদল করা হবে।কিন্তু তুমি একই রকম থাকবে,আর তোমার জীবনকাল কখনও শেষ হবে না।”

13. ঈশ্বর কখনও কি কোন স্বর্গদূতকে এই কথা বলেছেন,“যতক্ষণ না আমি তোমার শত্রুদেরতোমার পায়ের তলায় রাখি,ততক্ষণ তুমি আমার ডানদিকে বস”?

14. স্বর্গদূতেরা কি সকলেই সেবাকারী আত্মা নন? যারা পাপ থেকে উদ্ধার পাবে তাদের সেবা করবার জন্যই তো তাঁদের পাঠানো হয়।

ইব্রীয় 1