আমোষ 7:17 পবিত্র বাইবেল (SBCL)

কাজেই সদাপ্রভু বলছেন, ‘তোমার স্ত্রী শহরের মধ্যে বেশ্যা হবে, আর তোমার ছেলেমেয়েরা যুদ্ধে মারা যাবে। তোমার জমি মেপে মেপে অন্যদের ভাগ করে দেওয়া হবে আর তুমি নিজে একটা অশুচি দেশে মারা যাবে। ইস্রায়েলের লোকদের অবশ্যই তাদের দেশ থেকে বন্দী হয়ে অন্য দেশে যেতে হবে।’ ”

আমোষ 7

আমোষ 7:11-17