আদিপুস্তক 9:24-29 পবিত্র বাইবেল (SBCL)

24. নেশা কেটে গেলে পর নোহ তাঁর ছোট ছেলের ব্যবহারের কথা জানতে পারলেন।

25. তখন তিনি বললেন, “কনান অভিশপ্ত হোক। সে তার ভাইদের সবচেয়ে নীচু ধরনের চাকর হোক।”

26. তিনি আরও বললেন, “ধন্য শেমের ঈশ্বর সদাপ্রভু। কনান শেমের চাকর হোক।

27. ঈশ্বর করুন, যেফৎ যেন অনেক জায়গা জুড়ে থাকে। সে শেমের তাম্বুতে বাস করুক আর কনান তার চাকর হোক।”

28. বন্যার পরে নোহ আরও সাড়ে তিনশো বছর বেঁচে ছিলেন।

29. মোট সাড়ে ন’শো বছর বেঁচে থাকবার পর তিনি মারা গেলেন।

আদিপুস্তক 9