আদিপুস্তক 5:3-9 পবিত্র বাইবেল (SBCL)

3. একশো ত্রিশ বছর বয়সে আদমের একটি ছেলের জন্ম হল। ছেলেটি বাইরে এবং ভিতরে তাঁরই মত হয়েছিল। আদম তার নাম দিলেন শেথ।

4. শেথের জন্মের পর আদম আরও আটশো বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ের জন্ম হয়েছিল।

5. মোট ন’শো ত্রিশ বছর বেঁচে থাকবার পর আদম মারা গেলেন।

6. শেথের একশো পাঁচ বছর বয়সে তাঁর ছেলে ইনোশের জন্ম হল।

7. ইনোশের জন্মের পর শেথ আরও আটশো সাত বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।

8. মোট ন’শো বারো বছর বেঁচে থাকবার পর শেথ মারা গেলেন।

9. ইনোশের নব্বই বছর বয়সে তাঁর ছেলে কৈননের জন্ম হল।

আদিপুস্তক 5