আদিপুস্তক 40:4-5 পবিত্র বাইবেল (SBCL)

রক্ষীদল-প্রধান এই দু’জন কয়েদীর ভার যোষেফের হাতে দিলেন, আর যোষেফও তাদের দেখাশোনা করতে লাগলেন।অনেক দিন পরে বন্দী অবস্থায় মিসরের রাজার সেই দু’জন কর্মচারী একই রাতে একটা করে স্বপ্ন দেখল। তাদের প্রত্যেকের স্বপ্নেরই বিশেষ অর্থ ছিল।

আদিপুস্তক 40

আদিপুস্তক 40:1-9