20. আদার গর্ভে যাবলের জন্ম হল। যারা তাম্বুতে তাম্বুতে বাস করে এবং পশুপালন করে জীবন কাটায় এই যাবল তাদের পূর্বপুরুষ।
21. যাবলের ভাইয়ের নাম ছিল যূবল। যারা বীণা ও বাঁশী বাজায় যূবল তাদের সকলের পূর্বপুরুষ।
22. সিল্লার গর্ভে তূবল-কয়িনের জন্ম হল। ব্রোঞ্জ আর লোহার সব রকমের যন্ত্রপাতি তৈরী করা ছিল তার কাজ। তূবল-কয়িনের বোনের নাম ছিল নয়মা।
23. একদিন লেমক তার দুই স্ত্রীকে বলল,“আদা আর সিল্লা, তোমরা আমার কথা শোন;লেমকের স্ত্রীরা, আমার কথায় কান দাও।যে লোক আমাকে জখম করেছে,অর্থাৎ যে যুবক আমার গায়ে হাত তুলেছে,আমি তাকে খুন করেছি।
24. কয়িনকে খুন করবার প্রতিশোধ যদি সাতগুণ হয়,তবে লেমককে খুন করবার প্রতিশোধ হবে সাতাত্তর গুণ।”
25. পরে আদম আবার তাঁর স্ত্রীর কাছে গেলেন এবং তাঁর স্ত্রীর একটি ছেলে হল। তাঁর স্ত্রী তার নাম রাখলেন শেথ। হবা বললেন, “কয়িন হেবলকে খুন করেছে বলে ঈশ্বর হেবলের জায়গায় আমাকে আর একটি সন্তান দিলেন।”
26. পরে শেথের একটি ছেলে হল। তিনি তার নাম রাখলেন ইনোশ। সেই সময় থেকে লোকেরা সদাপ্রভুকে তাঁর যোগ্য সম্মান দিতে শুরু করল।