2 তীমথিয় 2:9-12 পবিত্র বাইবেল (SBCL)

9. আর এই সুখবর প্রচারের জন্যই আমি কষ্ট ভোগ করছি; এমন কি, অপরাধীর মত আমাকে বাঁধাও হয়েছে। কিন্তু ঈশ্বরের বাক্যকে তো বাঁধা হয় নি।

10. তাই ঈশ্বর যাদের বেছে নিয়েছেন তাদের জন্য আমি সব কিছু সহ্য করছি, যেন তারাও খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে পাপ থেকে উদ্ধার পায় এবং চিরকালের মহিমা লাভ করে।

11. এই কথা বিশ্বাসযোগ্য যে,খ্রীষ্টের সংগে যদি আমরা মরে থাকি,তবে তাঁরই সংগে আমরা জীবিতও থাকব।

12. আমরা যদি ধৈর্য ধরে সহ্য করি,তবে তাঁর সংগে রাজত্বও করব।যদি তাঁকে আমরা অস্বীকার করি,তবে তিনিও আমাদের অস্বীকার করবেন।

2 তীমথিয় 2