সীবঃ নামে তালুতের কুলের এক জন গোলাম ছিল, তাকে দাউদের কাছে ডাকা হলে বাদশাহ্ তাকে বললেন, তুমি কি সীবঃ? সে বললো, আপনার গোলাম সেই বটে।