1. পরে বাদশাহ্ যখন তাঁর বাড়িতে বাস করতে লাগলেন এবং মাবুদ চারদিকের সমস্ত দুশমন থেকে তাঁকে বিশ্রাম দিলেন,
2. তখন বাদশাহ্ নাথন নবীকে বললেন, দেখুন, আমি এরস কাঠের বাড়িতে বাস করছি, কিন্তু আল্লাহ্র সিন্দুক পর্দার মধ্যে বাস করছে।
3. নাথন নবী বাদশাহ্কে বললেন, ভাল, যা কিছু আপনার মনে আছে তা-ই করুন; কেননা মাবুদ আপনার সহবর্তী।
4. কিন্তু সেই রাতে মাবুদের এই কালাম নাথনের কাছে উপস্থিত হল,
5. তুমি যাও, আমার গোলাম দাউদকে বল, মাবুদ এই কথা বলেন, তুমি কি আমার বাসের জন্য গৃহ নির্মাণ করবে?