তখন উষের প্রতি মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল ও তার হঠকারিতার দরুন আল্লাহ্ সেই স্থানে তাকে আঘাত করলেন; তাতে সে সেখানে আল্লাহ্র সিন্দুকের পাশে মারা গেল।