পরে বাদশাহ্ দাউদ শুনলেন, আল্লাহ্র সিন্দুকের জন্য মাবুদ ওবেদ-ইদোমের বাড়ি ও তার সর্বস্বকে দোয়া করেছেন; তাতে দাউদ গিয়ে ওবেদ-ইদোমের বাড়ি থেকে আনন্দ সহকারে আল্লাহ্র সিন্দুক দাউদ-নগরে আনলেন।