তখন তাঁর স্বামী তাঁর পেছন পেছন কাঁদতে কাঁদতে বহুরীম পর্যন্ত তাঁর সঙ্গে সঙ্গে চললো। পরে অব্নের তাকে বললেন, যাও, ফিরে যাও; তাতে সে ফিরে গেল।