যোয়াব বাদশাহ্কে বললেন, এখন যত লোক আছে, আপনার আল্লাহ্ মাবুদ তার শত গুণ বৃদ্ধি করুন এবং আমার মালিক বাদশাহ্ তা স্বচক্ষে দেখুন; কিন্তু এই কাজে আমার মালিক বাদশাহ্র অভিরুচি কেন হল?