21. আর তিনি এক জন সুপুরুষ মিসরীয়কে হত্যা করলেন। সেই মিসরীয়ের হাতে একটি বর্শা এবং এঁর হাতে একটি দণ্ড ছিল; পরে ইনি গিয়ে সেই মিসরীয়ের হাত থেকে বর্শাটি কেড়ে নিয়ে তারই বর্শা দ্বারা তাকে হত্যা করলেন।
22. যিহোয়াদার পুত্র বনায় এসব কাজ করলেন, তাতে তিনি বীরত্রয়ের মত বিখ্যাত হলেন।
23. তিনি ঐ ত্রিশ জনের চেয়ে মর্যাদা্পন্ন, কিন্তু প্রথম নরত্রয়ের মত ছিলেন না; দাউদ তাকে তাঁর রক্ষীসেনার নেতা করলেন।
24. যোয়াবের ভাই অসাহেল ঐ ত্রিশের মধ্যে এক জন ছিলেন; বেথেলহেমস্থ দোদয়ের পুত্র ইল্হানন,
25. হরোদীয় শম্ম, হরোদীয় ইলীকা,
26. পল্টীয় হেলস, তকোয়ীয় ইক্কেশের পুত্র ঈরা,
27. অনাথোতীয় অবীয়েষর, হূশাতীয় মবুন্নয়,
28. অহোহীয় সল্মোন, নটোফাতীয় মহরয়,
29. নটোফাতীয় বানার পুত্র হেলব, বিন্ইয়ামীন সন্তানদের গিবিয়া-নিবাসী রীবয়ের পুত্র ইত্তয়,
30. পিরিয়া-থোনীয় বনায়, গাশ উপত্যকা-নিবাসী হিদ্দয়,
31. অর্বতীয় অবি-অলবোন, বরহূমীয় অস্মাবৎ,
32. শালবোনীয় ইলিয়হবা, যাশেনের পুত্র যোনাথন,
33. হরারীয় শম্ম, হরারীয় সাররের পুত্র অহীয়াম,
34. মাখাথীয়ের পৌত্র অহস্বয়ের পুত্র ইলীফেলট, গীলোনীয় অহীথোফলের পুত্র ইলীয়াম,
35. কর্মিলীয় হিষ্রয়, অর্বীয় পারয়,
36. সোবা-নিবাসী নাথনের পুত্র যিগাল, গাদীয় বানী,
37. অম্মোনীয় সেলক, সরূয়ার পুত্র যোয়াবের অস্ত্রবাহক বেরোতীয়, নহরয়,
37. গাদীয় বাণী, অম্মোনীয় সেলক, সরূয়ার পুত্র যোয়াবের অস্ত্রবাহক বেরতীয়,
38. নহরয়, যিত্রীয় ঈরা, যিত্রীয় গারেব,