২ শামুয়েল 23:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. দাউদের শেষ বাণী এই:ইয়াসির পুত্র দাউদের দৈববাণী,আল্লাহ্‌ যাঁকে উঁচুতে তুলে ধরেছেন তাঁর দৈববাণী,যিনি ইয়াকুবের আল্লাহ্‌ কর্তৃক অভিষিক্ত,যিনি ইসরাইলের মধুর গায়ক তিনি বলছেন,

2. আমার দ্বারা মাবুদের রূহ্‌ বলেছেন,তাঁর বাণী আমার জিহ্বাগ্রে রয়েছে।

3. ইসরাইলের আল্লাহ্‌ বলেছেন,ইসরাইলের শৈল আমাকে বলেছেন,যিনি মানুষের উপরে ধার্মিকতায় কর্তৃত্ব করেন,যিনি আল্লাহ্‌ ভয়ে কর্তৃত্ব করেন,

4. তিনি সকাল বেলার, সূর্যোদয় কালের,মেঘমুক্ত সকাল বেলার আলোর মত হবেন;যখন বৃষ্টির পরবর্তী সূর্যের আলোর জন্য ভূতল থেকে নবীন ঘাস বের হয়।

২ শামুয়েল 23