২ শামুয়েল 23:1-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. দাউদের শেষ বাণী এই:ইয়াসির পুত্র দাউদের দৈববাণী,আল্লাহ্‌ যাঁকে উঁচুতে তুলে ধরেছেন তাঁর দৈববাণী,যিনি ইয়াকুবের আল্লাহ্‌ কর্তৃক অভিষিক্ত,যিনি ইসরাইলের মধুর গায়ক তিনি বলছেন,

2. আমার দ্বারা মাবুদের রূহ্‌ বলেছেন,তাঁর বাণী আমার জিহ্বাগ্রে রয়েছে।

3. ইসরাইলের আল্লাহ্‌ বলেছেন,ইসরাইলের শৈল আমাকে বলেছেন,যিনি মানুষের উপরে ধার্মিকতায় কর্তৃত্ব করেন,যিনি আল্লাহ্‌ ভয়ে কর্তৃত্ব করেন,

4. তিনি সকাল বেলার, সূর্যোদয় কালের,মেঘমুক্ত সকাল বেলার আলোর মত হবেন;যখন বৃষ্টির পরবর্তী সূর্যের আলোর জন্য ভূতল থেকে নবীন ঘাস বের হয়।

5. আল্লাহ্‌র কাছে আমার কুল কি সেই রকম নয়?হ্যাঁ, তিনি আমার সঙ্গে একটি চিরস্থায়ী নিয়ম করেছেন;তা সমস্ত বিষয়ে সুসম্পন্ন ও সুরক্ষিত;এই তো আমার সমপূর্ণ নাজাত ও সমপূর্ণ অভীষ্ট;তিনি কি তা অঙ্কুরিত করাবেন না?

6. কিন্তু পাষণ্ডেরা সকলে উৎপাটনীয় কাঁটা;কাঁটা তো হাতে ধরা যায় না।

7. যে পুরুষ তাদের স্পর্শ করবেন,তিনি পেরেক ও বর্শাদণ্ডে পূর্ণ হবেন;পরে তারা স্বস্থানে আগুনে ভস্মীভূত হবে।

8. দাউদের বীরদের নামাবলী। তখমোনীয় যোশেব-বশেবৎ সেনানীবর্গের নেতা ছিলেন; ইস্‌নীয় আদীনো, তিনি এককালে নিহত আটশত লোকের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন।

9. তাঁর পরে এক অহোহীয়ের সন্তান দোদয়ের পুত্র ইলিয়াসর; তিনি দাউদের সঙ্গী বীরত্রয়ের এক জন; তাঁরা ফিলিস্তিনীদের টিটকারী দিলে ফিলিস্তিনীরা যুদ্ধ করার জন্য সেখানে একত্র হল এবং ইসরাইল লোকেরা কাছে আসছিল,

10. ইতোমধ্যে তিনি দাঁড়িয়ে যে পর্যন্ত তাঁর হাত শ্রান্ত না হল, ততক্ষণ ফিলিস্তিনীদের আঘাত করলেন; শেষে তলোয়ারের আঘাতে তাঁর হাত জোড়া লেগে গেল; আর মাবুদ সেই দিনে মহানিস্তার করলেন এবং লোকেরা কেবল লুট করার জন্য তাঁর পেছন পেছন গেল।

২ শামুয়েল 23