২ শামুয়েল 22:8-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. তখন দুনিয়া টলল, কাঁপতে লাগল,আসমানের সমস্ত ভিত্তি বিচলিত হল,ও ভয়ে কাঁপতে লাগল, কারণ তিনি ক্রোধে জ্বলে উঠলেন।

9. তাঁর নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হল,তাঁর মুখনির্গত আগুন গ্রাস করলো;তা দ্বারা সমস্ত অঙ্গার প্রজ্বলিত হল।

10. তিনি আসমান নুইয়ে নামলেন,অন্ধকার তাঁর পদতলে ছিল;

২ শামুয়েল 22