8. তখন দুনিয়া টলল, কাঁপতে লাগল,আসমানের সমস্ত ভিত্তি বিচলিত হল,ও ভয়ে কাঁপতে লাগল, কারণ তিনি ক্রোধে জ্বলে উঠলেন।
9. তাঁর নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হল,তাঁর মুখনির্গত আগুন গ্রাস করলো;তা দ্বারা সমস্ত অঙ্গার প্রজ্বলিত হল।
10. তিনি আসমান নুইয়ে নামলেন,অন্ধকার তাঁর পদতলে ছিল;