7. সঙ্কটে আমি মাবুদকে ডাকলাম,আমার আল্লাহ্কে আহ্বান করলাম;তিনি তাঁর এবাদতখানা থেকে আমার নিবেদন শুনলেন,আমার আর্তনাদ তাঁর কর্ণগোচর হল।
8. তখন দুনিয়া টলল, কাঁপতে লাগল,আসমানের সমস্ত ভিত্তি বিচলিত হল,ও ভয়ে কাঁপতে লাগল, কারণ তিনি ক্রোধে জ্বলে উঠলেন।
9. তাঁর নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হল,তাঁর মুখনির্গত আগুন গ্রাস করলো;তা দ্বারা সমস্ত অঙ্গার প্রজ্বলিত হল।
10. তিনি আসমান নুইয়ে নামলেন,অন্ধকার তাঁর পদতলে ছিল;
11. তিনি কারুবীতে চড়ে উড়ে আসলেন হলেন,বায়ুর ডানায় ভর করে দর্শন দিলেন।
12. তিনি তাঁবুর মত তাঁর চতুর্দিকে অন্ধকার,বিপুল জলরাশি ও ঘন মেঘমালা স্থাপন করলেন।
13. তাঁর সম্মুখবর্তী তেজ থেকে জ্বলন্ত সমস্ত অঙ্গার প্রজ্বলিত হল।
14. মাবুদ আসমান থেকে বজ্রনাদ করলেন,সর্বশক্তিমান আল্লাহ্ তাঁর বাণী শোনালেন।