42. তারা চেয়ে রইলো, কিন্তু উদ্ধারকর্তা কেউ নেই;তারা মাবুদের কাছে চিৎকার করলো,কিন্তু তিনি তাদের জবাব দিলেন না।
43. তখন আমি দুনিয়ার ধূলির মত তাদের চূর্ণ করলাম,পথের কাদার মত তাদের দলিত করলাম,এবং ছড়িয়ে ফেললাম।
44. তুমিও আমাকে লোকদের বিদ্রোহ থেকে উদ্ধার করেছ;জাতিদের কর্তা হবার জন্য রেখেছ,আমার অপরিচিত জাতি আমার গোলাম হবে।
45. বিজাতি-সন্তানেরা আমার কর্তৃত্ব স্বীকার করবে,শোনামাত্র তারা আমার হুকুম পালন করবে।
46. বিজাতি-সন্তানেরা ম্লান হবে,সকম্পে স্ব স্ব গোপনীয় স্থান থেকে আসবে।
47. মাবুদ জীবিত, মম শৈল প্রশংসিত হোন;মম উদ্ধারকারী শৈল আল্লাহ্ উন্নত হোন।