32. কারণ মাবুদ ছাড়া আর আল্লাহ্ কে আছে?আমাদের আল্লাহ্ ছাড়া আর শৈল কে আছে?
33. আল্লাহ্ আমার দৃঢ় দুর্গ;তিনি সিদ্ধকে তাঁর পথে চালান;
34. তিনি তার চরণ হরিণীর চরণের মত করেন;আমার উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন।
35. তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিক্ষা দেন,তাই আমার বাহু তাম্রময় ধনুকে চাড়া দেয়।
36. তুমি আমাকে তোমার উদ্ধারকারী ঢাল দিয়েছ,তোমার কোমলতা আমাকে মহান করেছে।
37. তুমি আমার নিচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করেছ,আর আমার পা বিচলিত হয় নি।
38. আমি আমার দুশমনদের পিছনে দৌড়ে তাদের বিনষ্ট করেছি,সংহার না করে ফিরে আসি নি।
39. আমি তাদের সংহার করে চূর্ণ করেছি,তাই তারা উঠতে পারে না, তারা আমার পায়ের তলায় পড়েছে।
40. কারণ তুমি যুদ্ধ করবার শক্তি দিয়ে আমার কোমরবন্ধনী পরিয়ে দিয়েছ,যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল,তাদেরকে তুমি আমার অধীনে নত করেছ।
41. তুমি আমার দুশমনদের আমা থেকে ফিরিয়ে দিয়েছ;আমি আমার বিদ্বেষীদের সংহার করেছি।
42. তারা চেয়ে রইলো, কিন্তু উদ্ধারকর্তা কেউ নেই;তারা মাবুদের কাছে চিৎকার করলো,কিন্তু তিনি তাদের জবাব দিলেন না।
43. তখন আমি দুনিয়ার ধূলির মত তাদের চূর্ণ করলাম,পথের কাদার মত তাদের দলিত করলাম,এবং ছড়িয়ে ফেললাম।
44. তুমিও আমাকে লোকদের বিদ্রোহ থেকে উদ্ধার করেছ;জাতিদের কর্তা হবার জন্য রেখেছ,আমার অপরিচিত জাতি আমার গোলাম হবে।
45. বিজাতি-সন্তানেরা আমার কর্তৃত্ব স্বীকার করবে,শোনামাত্র তারা আমার হুকুম পালন করবে।
46. বিজাতি-সন্তানেরা ম্লান হবে,সকম্পে স্ব স্ব গোপনীয় স্থান থেকে আসবে।
47. মাবুদ জীবিত, মম শৈল প্রশংসিত হোন;মম উদ্ধারকারী শৈল আল্লাহ্ উন্নত হোন।