27. তুমি খাঁটির সঙ্গে খাঁটি ব্যবহার করবে,কুটিলের সঙ্গে চতুর ব্যবহার করবে।
28. তুমি দুঃখীদের নিস্তার করবে,কিন্তু দাম্ভিকদের উপরে তোমার দৃষ্টি আছে,তুমি তাদের অবনত করবে।
29. হে মাবুদ, তুমি আমার প্রদীপ;মাবুদই আমার অন্ধকার আলোকময় করেন।
30. কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে ধাবিত হই,আমার আল্লাহ্র সাহায্যে প্রাচীর লাফ দিয়ে পার হই।
31. তিনিই আল্লাহ্, তাঁর পথ সিদ্ধ;মাবুদের কালাম পরীক্ষাসিদ্ধ,যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের ঢাল।
32. কারণ মাবুদ ছাড়া আর আল্লাহ্ কে আছে?আমাদের আল্লাহ্ ছাড়া আর শৈল কে আছে?