24. আর আমি তাঁর উদ্দেশে সিদ্ধ ছিলাম,নিজের অপরাধ থেকে নিজেকে রক্ষা করতাম।
25. তাই মাবুদ আমাকে আমার ধার্মিকতা অনুসারে,তাঁর সাক্ষাতে আমার পবিত্রতা অনুযায়ী ফল দিলেন।
26. তুমি দয়াবানের সঙ্গে সদয় ব্যবহার করবে,সিদ্ধ লোকের সঙ্গে সিদ্ধ ব্যবহার করবে।
27. তুমি খাঁটির সঙ্গে খাঁটি ব্যবহার করবে,কুটিলের সঙ্গে চতুর ব্যবহার করবে।
28. তুমি দুঃখীদের নিস্তার করবে,কিন্তু দাম্ভিকদের উপরে তোমার দৃষ্টি আছে,তুমি তাদের অবনত করবে।