21. মাবুদ আমার ধার্মিকতা-অনুযায়ী পুরস্কার দিলেন,আমার হাতের পবিত্রতা অনুযায়ী ফল দিলেন।
22. কেননা আমি মাবুদের পথে চলেছি,দুষ্টতাপূর্বক আমার আল্লাহ্কে ছেড়ে দিই নি।
23. কারণ তাঁর সমস্ত অনুশাসন আমার সম্মুখে ছিল,আমি তাঁর বিধিপথ থেকে দূরে সরে যাই নি।
24. আর আমি তাঁর উদ্দেশে সিদ্ধ ছিলাম,নিজের অপরাধ থেকে নিজেকে রক্ষা করতাম।
25. তাই মাবুদ আমাকে আমার ধার্মিকতা অনুসারে,তাঁর সাক্ষাতে আমার পবিত্রতা অনুযায়ী ফল দিলেন।
26. তুমি দয়াবানের সঙ্গে সদয় ব্যবহার করবে,সিদ্ধ লোকের সঙ্গে সিদ্ধ ব্যবহার করবে।