২ শামুয়েল 2:25-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. আর বিন্‌ইয়ামীনের লোকেরা অব্‌নেরের পিছনে একত্র দলবদ্ধ হয়ে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রইলো।

26. তখন অব্‌নের যোয়াবকে ডেকে বললেন, তলোয়ার কি চিরকাল গ্রাস করবে? অবশেষে তিক্ততা হবে, এই কথা কি জান না? অতএব তুমি তোমার ভাইদের পিছনে তাড়া করা বন্ধ করতে তোমার লোকদের কত কাল হুকুম না দিয়ে থাকবে?

27. যোয়াব বললেন, জীবন্ত আল্লাহ্‌র কসম তুমি যদি কথা না বলতে, তবে লোকে প্রাতঃকালেই চলে যেত, আপন ভাইদের পেছন তাড়া করে যেত না।

২ শামুয়েল 2