তখন বাদশাহ্ উঠে নগর-দ্বারে বসলেন; আর সমস্ত লোককে বলা হল, দেখ, বাদশাহ্ দ্বারে বসে আছেন; তাতে সমস্ত লোক বাদশাহ্র সম্মুখে আসল।