25. আর যখন তিনি জেরুশালেমে বাদশাহ্র সঙ্গে দেখা করতে আসলেন, তখন বাদশাহ্ তাঁকে বললেন, হে মফীবোশৎ, তুমি কেন আমার সঙ্গে যাও নি?
26. জবাবে তিনি বললেন, হে আমার মালিক, হে বাদশাহ্, আমার গোলাম আমাকে বঞ্চনা করেছিল; কেননা আপনার গোলাম আমি বলেছিলাম, আমি গাধা সাজিয়ে তার উপরে চড়ে বাদশাহ্র সঙ্গে যাব, কেননা আপনার গোলাম আমি খঞ্জ।
27. সে আমার মালিক বাদশাহ্র কাছে আপনার এই গোলামের বিষয়ে নিন্দাবাদ করেছে; কিন্তু আমার মালিক বাদশাহ্ আল্লাহ্র ফেরেশতার মত; অতএব আপনার দৃষ্টিতে যা ভাল মনে হয়, তা-ই করুন।
28. আমার মালিক বাদশাহ্র সাক্ষাতে আমার সমস্ত পিতৃকুল নিতান্ত মৃত্যুর পাত্র ছিল, তবুও যারা আপনার খাবার টেবিলে ভোজন করে, আপনি তাদের সঙ্গে বসতে আপনার এই গোলামকে স্থান দিয়েছিলেন; অতএব আমার আর কি অধিকার আছে যে, বাদশাহ্র কাছে পুনর্বার অনুরোধ করবো?