পরে তালুতের পৌত্র মফীবোশৎ বাদশাহ্র সঙ্গে দেখা করতে নেমে আসলেন, বাদশাহ্ প্রস্থান করার পর থেকে তাঁর নিরাপদে ফিরে প্রত্যাগমনের দিন পর্যন্ত সে দাড়ি পরিষ্কার করে নি ও কাপড়-চোপড়ও ধোয় নি।