ইত্তয় জবাবে বাদশাহ্কে বললেন, জীবন্ত মাবুদের কসম এবং আমার মালিক বাদশাহ্র প্রাণের কসম, জীবনের জন্য কিংবা মরণের জন্য হোক, আমার মালিক বাদশাহ্ যে স্থানে থাকবেন, আপনার গোলামও সেই স্থানে অবশ্য থাকবে।