পরে তাঁর সকল কর্মকর্তা তাঁর পাশে পাশে অগ্রসর হল এবং সমস্ত করেথীয় ও পলেথীয় এবং গাৎ থেকে আগত ছয় শত লোক যারা আগে বাদশাহ্র সঙ্গে চলে এসেছিল, তারা সকলে বাদশাহ্র সম্মুখে অগ্রসর হল।