পরে ঐ তকোয়ীয়া স্ত্রী বাদশাহ্কে বললো, হে আমার প্রভু! হে বাদশাহ্! আমারই প্রতি ও আমার পিতৃকুলের প্রতি এই অপরাধ বর্তুক; বাদশাহ্ ও তাঁর সিংহাসন নিষ্কণ্টক হোন।